করোনার ফলে অসহায় মানুষের পাশে DEB TV-র কর্ণধার দেবকুমার চট্টোপাধ্যায়


রবিবার,১২/০৪/২০২০
819

বিরাটি অঞ্চলের ৩০০ জন অত্যন্ত গরীব সাধারণ মানুষ ও রিস্কাচালক ভাইদের নিজ হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরন করলেন DEB TV-র কর্ণধার দেবকুমার চট্টোপাধ্যায় । করোনার ফলে তৈরী হওয়া সংকটজনক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় প্রথম থেকেই খেটে চলেছেন দেব টিভির কর্ণধার দেবকুমার চট্টোপাধ্যায় । প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫লাখ ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১লাখ ১০০ টাকা করেছেন ইতিমধ্যেই ।
তবে তাতেই থেমে না থেকে এবার প্রতিদিন দুশো থেকে আড়াইশো মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া শুরু করলেন তিনি এবং পরবর্তী কালে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছাও প্রকাশ করলেন এছাড়াও বিরাটি অঞ্চলের ৩০০ জন রিস্কা চালককে চাল,ডাল,আলু পেয়াজ পৌঁছে দেন তিনি নিজেই। তিনি জানান নিজের সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং এই চেষ্টা পরবর্তী কালেও চালিয়ে যেতে চান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট