করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের কর্মপ্রার্থীরা


শনিবার,১১/০৪/২০২০
858

করোনা ভাইরাসের জেরে বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে চরম বিপদগ্রস্ত হয়ে পড়েছেন এরাজ্যের হাজার হাজার বেকার যুব সম্প্রদায়ও। পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে ভিডিও বার্তায় জানানো হয়েছে, এমনিতেই দীর্ঘ বেকারত্বের জ্বালা নিয়ে জীবন অতিবাহিত হয় তার ওপর এই লকডাউন এর ফলে অনেকের অর্ধাহার- অনাহারে দিন কাটাতে হচ্ছে। অভিযোগ, এই কঠিন পরিস্থিতিতে যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অন্তর্ভুক্ত প্রায় ৩৪ লক্ষ বেকার যুব সম্প্রদায়। সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি বলেন, রাজ্য সরকার ২০১৩ সালে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প উদ্বোধন করে মাসিক ১৫০০ টাকা উৎসাহ ভাতা সহ স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই প্রকল্প থেকে প্রায় কারোরই কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ তাঁর।

তাই এই কঠিন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলি হল, যুবশ্রী দের অবিলম্বে এখনো পর্যন্ত বকেয়া সমস্ত ভাতা প্রদানের ব্যবস্থা করা হোক, সমস্ত যুবশ্রী দের বর্তমান পরিস্থিতি অনুযায়ী উৎসাহ ভাতা পাঁচ হাজার টাকা করা হোক।বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে যুবশ্রী দের অগ্রাধিকার দেওয়া হোক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট