করোনা পরীক্ষা বাড়ানোর দাবি জানাল পাঁচ বাম দল


শনিবার,১১/০৪/২০২০
837

সূর্যকান্ত মিশ্রের পর এবার জোরালো আওয়াজ তুললেন বর্ষীয়ান আর এস পি নেতা মনোজ ভট্টাচার্য। আরো বেশি মানুষের করোনা পরীক্ষার দাবি তুললেন তিনি। কেন্দ্রীয় স্তরে ৫টি বামপন্থী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথম থেকেই ব‍্যাপক সংখ‍্যায় কোভিড-১৯ সংক্রমণ এর পরীক্ষা করতে দাবি জানাননো হয়েছে। আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য শুক্রবার জানিয়েছেন, গত ৭ এপ্রিল নবান্নে মখ‍্যমন্ত্রীর সঙ্গে বামফ্রন্ট নেতৃত্বের আলোচনায় এই প্রসঙ্গটি বিশেষ জোরের সঙ্গে উপস্থাপিত হয়েছে। কলকাতা ও কল‍্যাণী শহরে অনেকগুলি উন্নতমানের কেন্দ্রীয় সরকারের (CSIR)
laboratory আছে‌। সেগুলিতে এই পরীক্ষা CMRI অনুমোদন করেছে বলে আমরা জেনেছি। রাজ‍্য সরকারের উদ‍্যোগ ছাড়া কিছুই হবেনা। সারা দেশে এখনও পর্যন্ত ব‍্যাপক সংখ‍্যায়

পরীক্ষার মাধ‍্যমে করোনা সংক্রমণের প্রকৃত চিত্রটি গোপন করার কোনও বিজ্ঞান সম্মত যুক্তি নেই। এই প্রবণতার ফলে আগামীদিনে সমস্যা আরও জটিল ও ব‍্যাপক হতে পারে। করোনা সংক্রমনের প্রকৃত চিত্র গোপন না রেখে দেশ ও রাজ‍্য সরকার অবিলম্বে আরও বেশি মানুষের করোনা পরীক্ষার ব্যাবস্থা করুক। তবেই করোনা যুদ্ধে জয়ী হবে ভারত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট