দুস্থ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় গরিব মানুষদের মধ্যে তার উদ্যোগে ত্রাণ বিলি করা হয়েছে। শহরের আরও বেশ কয়েকটি এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানালেন তিনি। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ভিডিওবার্তায় প্রত্যেক মানুষকে ঘরে থাকার জন্য আবেদন করলে। এদিন ভিডিও বার্তায় ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন ঘরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। বারংবার সাধারণ মানুষকে সচেতন করছেন তিনি। এছাড়াও তাঁর এক ছোট্ট প্রয়াস একটি এনজিওর মাধ্যমে একটি দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। ইতিমধ্যে ১০০ জন মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। যদিও ইতিমধ্যে বাঘাযতীন ও রামগড় এলাকার মানুষদেরও তিনি খাদ্য সামগ্রী তুলে দেবেন একথা জানান।
দুঃস্থদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার অঙ্গীকার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের
শনিবার,১১/০৪/২০২০
758