বুধবার সরকারি ভাবে লকডাউন উঠে যায় উহান শহরেও। প্রশাসন জানিয়েছে, লকডাউন তোলা হলেও সমস্ত বিধিনিষেধ এখনই তুলে নেওয়া হচ্ছে না। অন্যদিকে করোনা ভাইরাসের জেরে উহানের অর্থনীতি ভেঙে পড়েছে। ফলে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই এখন সরকারের লক্ষ্য। অবশেষে করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন তুলে নিয়েছে চীন। এতে প্রায় ৭৬ দিন পর রাস্তায় বের হলো বহু মানুষ। ধীরে ধীরে আবার নিজের ছন্দে ফিরছে উহান প্রদেশ।
একটু একটু করে সুস্থ হয়ে ওঠার পথে চিনের সেই উহান প্রদেশ।
বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
599