আজ থেকে অনুমতি পত্র ছাড়া হুবেইয়ের প্রায় ১১ লক্ষ নাগরিককে রাস্তায় বের হওয়ার ও অনুমতি দেওয়া হয়েছে।করোনাভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন তুলে নিল চিন। ৭৩ দিন পর রাস্তায় বেরোলেন স্থানীয় মানুষ।প্রায় ৭৬ দিন পর লকডাউন উঠল সেখানে। বুধবার থেকেই সেখানকার নাগরিকরা ফের বাইরে বেরতে পারবেন। জানিয়ে দিল চীন প্রশাসন।
করোনাভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন তুলে নিল চিন।
বুধবার,০৮/০৪/২০২০
2449