রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখলেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য


মঙ্গলবার,০৭/০৪/২০২০
678

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখলেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। সোমবার এই চিঠির মাধ্যমে তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত বিষয়ে উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির বেশকিছু ইতিবাচক দিক আছে আবার নেতিবাচক দিক রয়েছে। কারন অনেকগুলি দেশ ও রাজ্যের সীমান্ত রয়েছে এখানে। করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের আশঙ্কা এই অঞ্চলে রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এই অঞ্চলের মানুষ যাতে পরীক্ষা ও চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের আসে তার জন্য আস্থা যোগাতে হবে রাজ্য সরকারকেই। ওই চিঠিতে অশোক বাবু এও জানিয়েছেন দলমত নির্বিশেষে করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের পাশে তারা থাকবেন। এই যুদ্ধে জয়ী হবে মানুষই, রোগ নয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট