করোনা পরিস্থিতির জেরে মহানগরী কলকাতার সমস্ত কবরস্থান সবরবরাতের দিন বন্ধ রাখা হবে। উদ্ভূত পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানালেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ধর্মপ্রাণ মুসলিমদের উদ্দেশ্যে বলেন, এবছর শবেবরাত বাড়িতেই উদযাপন করুন। সোশ্যাল ডিস্টিংশন কে মান্যতা দিতেই হবে। কোনভাবেই কাছাকাছি আসা যাবেনা কোনভাবেই কাছাকাছি আসা যাবেনা। করোনার মত মারণ ভাইরাসকে প্রতিহত করতে এই নিয়ম আমাদের মেনে চলতেই হবে।
সবেবরাতের দিন কলকাতা পুর এলাকার কবরস্থান বন্ধ থাকছে
মঙ্গলবার,০৭/০৪/২০২০
782