মমতার সঙ্গে বৈঠক করলেন বিমান বসুরা


মঙ্গলবার,০৭/০৪/২০২০
775

মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বামফ্রন্টের একটি প্রতিনিধিদল। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কাছে একাধিক দাবি পেশ করেছেন তারা। পরে বিমান বসু বলেন, লকডাউন চলার মধ্যেই বেশ কিছু বিষয় করতেই হবে। লকডাউন উঠে গেলে তারপর তা করলে সমস্যায় পড়তে হবে। বিশেষ করে টেস্টিং এর বিষয়। একেবারে গ্রাসরুট লেভেলে নিচের দিকে যে হাসপাতাল বা সাব সেন্টার আছে সেখানে এর ব্যবস্থা করা জরুরি।

প্রয়োজনমতো কোয়ারেন্টাইন ও আইসোলেশন চালু রাখা প্রয়োজন। মানুষের জীবনে এই করোনা বিপদের জন্য যে সমস্যাগুলো নেমে এসেছে সেই সমস্যাগুলো ভয়ঙ্কর। তা দূর করতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে বলে এ দিন জানান বিমান বসু। বামফ্রন্ট সরকারের কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিমানবাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট