খবরইন্ডিয়াঅনলাইনঃ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। পরীক্ষার ৭৮ দিনের মাথায় ফলপ্রকাশ করল সংসদ। এবছর পাশের হার ৮২.৩৮ শতাংশ। ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিল্লশিব বসু মল্লিক। দ্বিতীয় স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ছাত্র শেখ মণিরুল মণ্ডল। মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকে পূর্ব মেদনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। সাফল্যের নিরিখে দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথা পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়া। কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। তবে মেয়েদের সাফল্যের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৬২,৫৬৫ জন। এবছর পাশের হার আগের বছরের তুলনায় বেড়েছে। এবছর ছাত্রের পাসের শতকরা হার যেখানে ৮২.৯৬ শতাংশ, সেখানে ছাত্রীর পাসের হার ৮১.৩৮ শতাংশ। ছাত্রীদের সংখ্যার হার এবছরে ৪০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। ৫০০-র মধ্যে ৪৮৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন রিখিয়া ভুক্তা। আরামবাগ গার্লস স্কুলের ছাত্রী রিখিয়া। সকাল ১০ টা থেকে ৫৮টি সেন্টার থেকে বিলি করা হবে মার্কশিট।
উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হল, মিশনের ফল খুব ভাল
শুক্রবার,২৯/০৫/২০১৫
774