বাংলার বাতাসে এখন আশ্চর্য এক নির্মলতা।


মঙ্গলবার,৩১/০৩/২০২০
929

কলকাতাঃ গত কয়েকদিন ধরে লকডাউন রাজ্য তথা কলকাতা। সাধারন মানুষ ঘরবন্দী। বাইরে পরিবহন ব্যাবস্থা অনেক কম। তবে শহর জুড়ে এক অন্য ছবি। গত কয়েকদিনে বাতাসে দূষণের পরিমান কমেছে অনেকখানি। শহরে আকাশে নীল মেঘের ঘনঘটা। সতেজ বাতাসে বুক ভরে অক্সিজেন পাচ্ছে তিলোত্তমা কলকাতা। চলতি সপ্তাহে এক ধাক্কায় দূষণের ছবিটা বদলেছে অনেকটাই। শুধু তাই নয় বিভিন্ন পাখিরালয়ে দেখা মিলছে নানান ধরনের পরিযায়ী পাখির। সারা শহর জুড়ে একই চিত্র। জানা গিয়েছে বায়ুদূষণের নিরিখেও দেশের ‘রাজধানী’ বলে চিহ্নিত দিল্লিতেও দূষণ কমেছে ‘অস্বাভাবিক’ হারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট