COVID-19 মোকাবিলায় জেলাগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী।


সোমবার,৩০/০৩/২০২০
629

রাজ্য জুড়ে থাবা বসিয়েছে মারন ভাইরাস করোনা। করোনা মোকাবিলায় ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া রাজ্যজুড়ে বহাল থাকবে লকডাউন। লকডাউন জারি থাকলেও খোলা থাকবে জরুরি পরিষেবা। COVID-19 মোকাবিলায় জেলাগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজ কোভিড-১৯ চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন তাঁদের বিমার পরিমাণ ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া এই পরিস্থিতিতে স্বেচ্ছায় কেউ সরকারের কাজে সহযোগিতা করতে চাইলে তাঁদের স্বাগত জানাবে রাজ্য সরকার। সোমবার নবান্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট