বলিউডের দিন মজুরদের পাশে দাঁড়ালেন সলমন খান।


সোমবার,৩০/০৩/২০২০
795

লকডাউনে স্তব্ধ গোটা দেশ আর দেশের এই পরিস্থিতিতে বলিউডের দিন মজুরদের পাশে দাঁড়ালেন সলমন খান।সুত্রের খবর ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ জানিয়েছে, তাদের সংগঠনের ২৫ হাজার কর্মীকে সাহায্য় করবেন বলিউডের ভাইজান। বলিউডের জনপ্রিয় তারকা  সলমনের সংস্থা ‘বিইং হিউম্য়ান’-এর তরফে তাঁদের আর্থিক সাহায্য় করা হবে। ২৫ হাজার সিনে-কর্মীর ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে সরাসরি টাকা জমা করবেন সলমন খান ।এরপর স্বাভাবিকভাবে প্রশংসা পঞ্চমুখ তার অনুরাগীরা।।

 

ইতিমধ্যে দেশের এমন কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ কে সচেতনতার সাথে অর্থ সাহায্য জন্য এগিয়ে এসেছেন বলিউড এর একাধিক অভিনেতা ও কলাকুশলীরা এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।।তিনি হলেন সালমান খান।।এর আগেও তিনি সাধারণ মানুষের জন্য সাহায্য এর হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।।এবার দেশের সংকট ময় পরিস্থিতিতে দিন দরিদ্র মানুষের পাশে এসে দাড়ালেন বলিউডের ভাইজান।।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট