খবরইন্ডিয়াঅনলাইনঃ উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় একমাত্র দশম স্থান ধরে রাখল বাঁকুড়ার কেন্দুয়াডিহী বয়েজ হাইস্কুলের ছাত্র অর্কপ্রভ মহাপাত্র।ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন অর্কপ্রভর। মাধ্যমিকের মতো মেধাতালিকায় চুড়ান্ত সাফল্য না এলেও দশম স্থান ধরে রাখল বাঁকুড়ার জঙ্গল মহল অধ্যুষিত রাইপুর সবুজবাজার এলাকার বাসিন্দা অর্কপ্রভ মহাপাত্র।উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৮১, এর আগে মাধ্যমিক পরীক্ষায় দ্বাদশ স্থান অধিকার করেছিল সে।আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন অর্কের।বাবা দিলিপ কুমার মহাপাত্র পেশায় শিক্ষক।মাভারতী মহাপাত্র গৃহবধু।মার্কশিট হাতে পেয়ে খুশী ।
বাঁকুড়ার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং দশম স্থানে অর্কপ্রভ মহাপাত্র
শুক্রবার,২৯/০৫/২০১৫
635