রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র


রবিবার,২৯/০৩/২০২০
901

যাদের বৈধ রেশন কার্ড নেই, যাঁরা এখনো রেশন কার্ড পাননি তাঁদের কাছে গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

আজ একটি মেইল বার্তায় সোমেন বাবু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দারুণ দুঃসময়ে দল-মত নির্বিশেষে কাজ করার আহ্বান করেছেন। সোমেন বাবু এ প্রসঙ্গে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গৃহিত পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপণ করেন।

মেইল বার্তায় সোমেন মিত্র উল্লেখ করেন যে, আমাদের রাজ্যে নতুন করে বিভিন্ন স্তরের রেশন কার্ড বিলির প্রক্রিয়া চলছে এবং সে প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাই কার্ড নেই যাঁরা তাঁরা যেন রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ দিয়ে সরকারের গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষের কাছেও রেশন সামগ্রী পৌঁছে দেওয়া জরুরি বলে সোমেন বাবু মনে করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট