রাজ্যে প্রথম করো না ভাইরাসে আক্রান্ত হলেন এক চিকিৎসক । কলকাতার আলিপুর কমান্ড হসপিটালের চিকিৎসককে আইসোলেশন পাঠানো হয়েছে । ওই চিকিৎসক কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন চিহ্নিত করার কাজ চলছে তাদের।এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 19।
করোনায় আক্রান্ত চিকিৎসক
রবিবার,২৯/০৩/২০২০
795