গোটা দেশজুড়ে লকডাউন চলছে। করোনা মোকাবিলায় এর বিকল্প কোন উপায় নেই। স্বাভাবিক ভাবেই কাজ বন্ধ হয়ে গিয়েছে সাধারণ মানুষের। দুঃস্থ মানুষদের ঘরে এখন নুন আনতে পানতা ফুরানোর অবস্থা। ঘরে যা রসদ ছিল তাও শেষ হয়ে গিয়েছে। কিভাবে বাকি লকডাউনের দিনগুলো চলবে তা নিয়ে ভেবে পাচ্ছেন না হাজার হাজার গরিব মানুষ। ছবিটা উলুবেড়িয়ায় যা অন্য জায়গায় একই। উলুবেড়িয়ায় বিপাকে পড়া এইসব গরিব মানুষদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক ইদ্রিস আলী। যাতে পেট ভরে অন্তত একবেলা খাবার জোটে সে কথা মাথায় রেখে গরিব মানুষদের মধ্যে চাল ডাল আলু বিতরণ করলেন তিনি।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় গরীব মানুষদের মধ্যে চাল, ডাল, আলু ইত্যাদি বিতরন করছেন গত কয়েক দিন ধরে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি এবং কাউন্সিলর বাদশা মিদ্দে , হাবিবুর রহমানদের এই উদ্যোগে খুশি এলাকার এইসব মানুষেরা।