করোনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে। বড় সাফল্য মিলল রাজ্যে। রবিবার বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, প্রথম তিন করোনায় আক্রান্তের দ্বিতীয় পরীক্ষায় মিলল নেগেটিভ রিপোর্ট। এদের সকলের চিকিৎসা চলছিলো বেলেঘাটা আইডি হাসপাতালে। এছাড়াও বেলেঘাটা সূত্রের খবর, করোনায় আক্রান্ত প্রথম সরকারি আধিকারিকের ছেলে, দ্বিতীয় জন হাবড়ার বাসিন্দা তরুণী, তৃতীয় জন বালিগঞ্জের যুবক। এই তিনজনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
করোনার বড় সাফল্য মিলল রাজ্যে
রবিবার,২৯/০৩/২০২০
721