মনে জোর থাকলে পৃথিবী জয় হয়


শনিবার,২৮/০৩/২০২০
860

মনে জোর থাকলে পৃথিবী জয় হয়। আর এটাই প্রমাণ মহারাষ্ট্রের দুই পরিবার। দুই পরিবারের সদস্যরা প্রায় 200 কিঃমিঃ পথ হেঁটে বর্ধমান থেকে পৌঁছালো খড়গপুরে। তিন শিশু নিয়ে দুই পরিবার 7 দিনে প্রায় 200 কিঃমিঃ হেঁটে রওনা দিয়েছিল। লকডাউন এর জেরে যখন গোটা দেশ যানবাহন বন্ধ তখন তারা নিজেরাই হেঁটে মহারাষ্ট্র পৌঁছানোর সিদ্ধান্ত নিল। কয়েকদিন আগে দিন মজুরির কাজে বর্ধমান এসেছিল মহারাষ্ট্রের এই দুই পরিবার। গত 24 মার্চ থেকে করোনা ভাইরাস এর জেরে গোটা দেশে লকডাউন। খাদ্য সামগ্রী, বাসস্থান না পেয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ওই পরিবার।

সকালে যখন তারা খড়্গপুরে পৌঁছায়, তাদের দেখতে পেয়ে বেশ কয়েকজন জিজ্ঞেস করায় তারা বলে যে তারা মহারাষ্ট্র যাওয়ার জন্য রওনা দিয়েছেন বর্ধমান থেকে। ইতিমধ্যেই তারা 200 কিঃমিঃ পথ অতিক্রম করে পৌঁছেছেন খড়্গপুরে। এরা সবাই মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা বলে জানা গেছে। সাহেব রাও অশ্রু কালপার 39 বছরের ব্যক্তি জানায়, করোনা ভাইরাসের জেরে না খেতে পেয়ে বর্ধমান থেকে সোজা মহারাষ্ট্রের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট