বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার। এর মধ্যে ইটালিতেই মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩৪ জনের। এরপরেই রয়েছে স্পেন। সেখানে মৃতের সংখ্যা ৫ হাজার ১৩৮ জন। মৃতের সংখ্যার নিরিখে ইটালির পরেই রয়েছে স্পেন। সেখানে ইতিমধ্যেই সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে চিনে। বিশ্বের ১৯৮টি করোনা আক্রান্ত দেশের মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। কেবলমাত্র ইতালিতেই করোনাভাইরাসে মারা গিয়েছে অনেকেই। আশার খবর বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১,১৪,২১৮ জন করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন।
বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
শনিবার,২৮/০৩/২০২০
2463
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---