লক ডাউন পরিস্থিতিতে দিল্লির শাহীনবাগের আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ।দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 30 জন, মৃত এক ৷ কেজরিওয়াল সরকারের তরফ থেকে রাজধানীতে জারি করা হয়েছে লকডাউন ৷দিল্লি পুলিশ জানায়, লক ডাউন চলাকালীন যে কোনও রকম জমায়েত বেআইনি। মঙ্গলবার সকালে ১০১ দিন পর খালি করে দেওয়া হল দিল্লির শাহিনবাগ।
প্রতিবাদ চলার পর অবশেষে ফাঁকা হল শাহিনবাগ ৷
মঙ্গলবার,২৪/০৩/২০২০
700
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---