কলকাতাঃ আজ সকাল থেকেই কার্্যত জনশুন্য তিলোত্তমা কলকাতা। বাইরে বেরোচ্ছেন না কোন সাধারন মানুষ। লকডাউনে কার্্যত স্তব্ধ গোটা রাজ্য সহ মহানগর। নির্দেশিকায় বলা হয়েছে লকডাউনে অপ্রয়োজনে বাইরে বেরলে অন্তত ৬ মাসের জেল ও জরিমানা হবে। করোনা সংক্রমণ মোকাবিলায় সর্বত্র জারি লকডাউন। বন্ধ ট্রেন ও গণপরিবহণ পরিষেবা । মধ্যরাত থেকে আন্তর্জাতিক ও আন্তর্দেশীয় সব উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের পথে পথে চলছে পুলিশের নজরদারি।
লকডাউনে স্তব্ধ কলকাতা-সহ কার্যত গোটা রাজ্য।
মঙ্গলবার,২৪/০৩/২০২০
826
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---