ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। একদিনে ৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১৫।এই পরিস্থিতিতে দেশে করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ রুখতে কড়া সরকার। সুত্রের খবর সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন সদর শহর এবং কিছু গ্রামীণ এলাকার একটা বড় অংশে অত্যাবশ্যকীয় নির্দিষ্ট পরিষেবা ছাড়া বাকি সব কাজকর্ম আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ থাকছে ট্রেন, মেট্রো, বাস-সহ যাবতীয় গণপরিবহণ এবং অফিস, কারখানা। প্রয়োজন ছাড়া সকলকেই বাড়িতে থাকতে বলা হয়েছে।বিকেল থেকে রাজ্যে কোনও গণপরিবহণ চলবে না। বন্ধ থাকবে সব দোকান, অফিস, কলকারখানা, গোডাউন। ৭ জনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুত্রের খবর মেল এক্সপ্রেস, প্যাসেঞ্জার ছাড়াও শহরতলির লোকাল ট্রেনও আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। বন্ধ থাকছে কলকাতা মেট্রো রেলও।
লকডাউন পিরিয়ডে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে গণ পরিবহন।
সোমবার,২৩/০৩/২০২০
1163
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---