কলকাতাঃ প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে উদ্বিগ্ন দেশের স্বাস্থ্য দপ্তর। এছাড়া এই ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্রিয় সরকার। এই পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করে কেন্দ্র। তারপরই দেশের ২৩টি রাজ্যে আংশিক বা পূর্ণ লকডাউন জারি হচ্ছে। । বিকেল থেকে রাজ্যে কোনও গণপরিবহণ চলবে না। বন্ধ থাকবে সব দোকান, অফিস, কলকারখানা, গোডাউন। ৭ জনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুত্রের খবর মেল এক্সপ্রেস, প্যাসেঞ্জার ছাড়াও শহরতলির লোকাল ট্রেনও আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। বন্ধ থাকছে কলকাতা মেট্রো রেলও।
কলকাতা তথা গোটা রাজ্যে সরকারি ভাবে লকডাউন শুরু হবে বিকেল থেকে।
সোমবার,২৩/০৩/২০২০
830
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---