কলকাতাঃ আজ বিকাল থেকে লকডাউন কলকাত সহ রাজ্যের একাধিক জেলা। আজ সকাল থেকেই বাজারে উপছে পড়েছে ভীড়। সাধারন মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মরিয়া। চাল ডাল থেকে শুরু করে আনাজ কিনতে ব্যাস্ত আমজনতা। সুত্রের খবর সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন সদর শহর এবং কিছু গ্রামীণ এলাকার একটা বড় অংশে অত্যাবশ্যকীয় নির্দিষ্ট পরিষেবা ছাড়া বাকি সব কাজকর্ম আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ থাকছে ট্রেন, মেট্রো, বাস-সহ যাবতীয় গণপরিবহণ এবং অফিস, কারখানা। প্রয়োজন ছাড়া সকলকেই বাড়িতে থাকতে বলা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অভূতপূর্ব ব্যবস্থা নিল রাজ্য সরকার।
সোমবার,২৩/০৩/২০২০
839
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---