কলকাতাঃ প্রতিদিন লাফিয়ে বাড়ছে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ সারাদিন ধরে করোনা মোকবিলার জন্য দিনভর কার্ফুতে সামিল হয়েছিলেন আমজনতা। আজ দুপুরে এক অভিনব পদক্ষেপ গ্রহন করল এই রাজ্য। সুত্রের খবর আগামীকাল থেকেই লকডাউন হতে চলেছে তিলোত্তমা কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। বাস, অটো, ট্যাক্সি-সহ প্রায় গোটা গণপরিবহণ ব্যবস্থাকেই সোমবার বিকেল থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত স্তব্ধ করে দেওয়া হচ্ছে। শুধু খাবার, দুধ, সবজি, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান আর হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো খোলা থাকবে।লকডাউন থাকলেও সমস্ত জরুরি পরিষেবা পাবেন আমজনতা।
লকডাউনে ছাড় অত্যাবশকীয়
রবিবার,২২/০৩/২০২০
813
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---