জনতা কার্ফু কে এক কথায় পূর্ণ সমর্থন জানালো ঝাড়গ্রাম জেলাবাসী


রবিবার,২২/০৩/২০২০
873

ঝাড়গ্রাম : জনতা কার্ফু কে এক কথায় পূর্ণ সমর্থন জানালো ঝাড়গ্রাম জেলাবাসী । রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম রেল স্টেশন খাঁ খাঁ করছে । ঝাড়গ্রাম শহরের যে সবজি বাজারটি সকাল হলে মানুষের ভিড় উপচে পড়ে সেখানে এদিন কোন মানুষের দেখা নেই । রাস্তায় কোন যাত্রীবাহী বাস, পন্যবাহী লরি কোন কিছুর দেখা নেই কেবলমাত্র বিশেষ প্রয়োজনে দু’একটি মোটরসাইকেল এবং পথচলতি মানুষকে দেখা গিয়েছে । ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট ,কোর্ট রোড, বাস স্টেশন সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কোন মানুষের দেখা নেই । চায়ের দোকান ,পানের দোকান, মুদির দোকান সহ সবকিছুই বন্ধ রয়েছে কেবলমাত্র শহরের ওষুধ দোকানগুলি খোলা রয়েছে ।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি , গিধনী , বেলপাহাড়ি, শিলদা ,বিনপুর, কুলটিকরি সহ প্রতিটি জনবসতি এবং বাজার এলাকাগুলিতে এদিন একই চিত্র ফুটে উঠেছে ।

ঝাড়গাম রেল স্টেশন চত্বরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বসানো হয়েছে ক্যাম্প । স্টেশন চত্বরে কাউকে দেখা গেলে স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্কিন এর মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট