প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের এই পদক্ষেপে ব্যাপক সাড়াও মিলছে রবিবার সকাল থেকেই।সকাল থেকে শুনসান শ্যামবাজার পাঁচমাথার মোড়। শহর কলকাতার বিভিন্ন পথ ঘাট আজ প্রায় জনশুন্য। শহরের অন্যতম ব্যাস্ততম জায়গা ধর্মাতলা চত্বর সহ শহরের বিভিন্ন জায়গা আজ তেমন ভীড় নেই। বাস ও অন্যান্য পরিবহন ব্যাবস্থা অন্যদিনের তুলনায় অনেক কম। সুনসান মহানগরীর গুরুত্বপূর্ণ একাধিক মোড়
আজ সকাল থেকেই সুনসান মহানগরীর গুরুত্বপূর্ণ একাধিক মোড়
রবিবার,২২/০৩/২০২০
764
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---