দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন কিংবদন্তি ফুটবলার ও ফুটবল কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়৷


শুক্রবার,২০/০৩/২০২০
947

দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন কিংবদন্তি ফুটবলার ও ফুটবল কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দু’বারের অলিম্পিয়ান ছিলেন প্রদীপ কুমার ব্যানার্জী (পিকে ব্যানার্জী) ৷মৃত্যুকালে পিকে-র বয়স হয়েছিল ৮৩৷ তিনি রেখে গেলেন দুই কন্যা পলা ও র্পূণাকে৷

নিউমোনিয়ার জন্য প্রদীপবাবু সেপসিস ও মাল্টি অর্গ্যান ফেলইওরে ভুগছিলেন৷ এছাড়াও দীর্ঘদিন ধরে পারকিনসনে আক্রান্ত ছিলেন তিনি৷ চলতি মাসের ২ তারিখ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন পিকে৷ তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল৷ ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে পাঠানো হয়েছিল৷

গত বৃহস্পতিবার তাঁর ফের ব্লাড ট্রান্সফিউস করা হয়েছিল৷ কিন্তু উন্নতির কোনও লক্ষণই দেখা যাচ্ছিল না কোনওভাবেই৷ তাঁকে দেখছিলেন পালমোনলজিস্ট ডক্টর নন্দিনী বিশ্বাস, ইন্টারনাল মেডিসিন ও ইনটেনশিভিস্ট ডক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায় ছাড়া নিউরোসায়েন্সের দলে রয়েছেন এলএন ত্রিপাঠী এবং ডক্টর সুনন্দন বসু৷ডাক্তারদের শত চেষ্টাতেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্রকে৷ ফুটবলের মাঠে প্রচুর লড়াই জেতা সেনাপতি জীবনের লড়াইতে হেরে গেলেন৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট