গতকালও শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গিয়েছিল। করোনা আতঙ্কের জেরে বিগত বেশকয়েকদিন ধরেই বাজারে মন্দা। ফলে মন্দার মুখ দেখেছে ভারতীয় মুদ্রাও। শুক্রবার সকালেই সেনসেক্সে বড়সড় পতন। সকালেই সেনসেস্ক পড়ল প্রায় ৩০০০ পয়েন্ট। মূলত করোনার জেরেই এই পতন। বেশ কয়েকদিন আগে করোনা ভাইরাসের জেরে আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটে ,।
গত এক সপ্তাহ ধরে নজিরবিহীন পতন হয়েছে এশিয়া শেয়ার বাজারেও।
মঙ্গলবার,১৭/০৩/২০২০
673
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---