রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বাম কংগ্রেস প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ বাম ও কংগ্রেসের বিধায়করা। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় 5 টি আসন শূন্য হয়েছে। বিধায়ক সংখ্যার সমানুপাতিক হিসাব অনুযায়ী একজন বাম ও কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত হবেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 4 জন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে যারা রাজ্যসভায় প্রতিদ্বন্দীতায় নামছেন তারা হলেন সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর ও অর্পিতা ঘোষ। বাম ও কংগ্রেসের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বাম কংগ্রেস প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বৃহস্পতিবার,১২/০৩/২০২০
666