মনোনয়ন জমা দিলেন সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী


বুধবার,১১/০৩/২০২০
728

রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী এবং প্রাক্তন রেলমন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের চার জন প্রার্থীর নাম আগেই জানিয়ে দেওয়া হয় দলের পক্ষ থেকে। যে চারজন এবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তাঁরা হলেন সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর। এর আগের টার্মে যে চারজন তৃণমূলের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন তাদের কাউকেই এবার দলীয় প্রার্থী করা হয়নি। যোগেন চৌধুরী, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং মণীশ গুপ্তেরর মেয়াদ শেষ হয় এই নির্বাচন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ শেষ হচ্ছে।

এবার বাম কংগ্রেসের প্রার্থী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। বুধবার বিধানসভায় তৃণমূলের চার প্রার্থী উপস্থিত হয়েছিলেন। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে দীর্ঘক্ষন তারা আলোচনা সারেন। তবে মৌসম বেনজির নূর ও অর্পিতা ঘোষ এদিন মনোনয়নপত্র জমা দেননি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট