হোলি উৎসবের নেপথ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ ও প্রহল্লাদ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস শ্রীকৃষ্ণ ও প্রহল্লাদ দু জনই বিষ্ণুর অংশবিশেষ। আজ তাই গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে এই উৎসব। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে মন্দির চত্বর জুড়ে। লাল নীল সবুজ আবীরে রঙিন আজ নীল আকাশ। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। কচিকাচা থেকে শুরু করে বড়োরা সকলে মেতে উঠেছেন এই উৎসবে। অমৃতসর থেকে গুয়াহাটি, পুদুচেরি থেকে হিমাচল প্রদেশ, মানচিত্রের প্রায় সবক’টি রাজ্য আজ রঙিন।