রাধা কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে আজও মথুরাতে হোলি উৎসবে মাতেন সকলে। সাতদিন আগে থেকে এই উৎসব পালন শুরু হয়। মথুরা, বৃন্দাবন, বারসানা এবং নন্দগাঁওতে একটু অন্য রকমভাবেই দোল উৎসব পালিত হল । যা দেখার টানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ এসেছেন। গোটা দেশের থেকে দোল উত্সব বিশেষ চেহারায় ধরা পড়ে মধুরা ও বৃন্দাবনে। সারা বিশ্ব থেকে মথুরা-বৃন্দাবনের হোলি চাক্ষুস করতে সেখানে এই সময় পৌঁছে যান বহু মানুষ।কৃষ্ণের লীলাভূমি নামে পরিচিত মথুরায় দোল উত্সব।
বসন্তে ব্রজভূমি
সোমবার,০৯/০৩/২০২০
421
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---