স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়। তবে, করোনা ভাইরাসে ভারতে এখনও পর্যন্ত কারোর মৃত্যু হয়নি বলে স্পষ্ট করা হয়েছে। চীনের গন্ডি পেরিয়ে এদেশেও মারন ভাইরাস থাবা বসিয়েছে যার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমজনতার মনে। ভারতে এই ভাইরাস এর তেমন কোন প্রভাব পড়েনি, তবে তাঁর পুর্বেই এই ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে স্বাস্থ্য দপ্তর। ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৪৩-এ পৌঁছেছে। ক্রমশই গোটা দেশে ছড়িয়ে পড়ছে ওই মারণ ভাইরাসের আতঙ্ক। এছাড়া সুত্রের খবর কেরলের পতনমতিত্ত জেলায় এক পরিবারের পাঁচ সদস্যের দেহে ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। জানা গিয়েছে, ওই পরিবারের সদস্যরা সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন। সবমিলিয়ে নোভেল করোনা ভাইরাস আতঙ্কে জেরবার দেশবাসী। এছাড়া প্রত্যকেকে স্বাস্থ্য সচেতন হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ক্রমশই গোটা দেশে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাসের আতঙ্ক।
সোমবার,০৯/০৩/২০২০
675
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---