করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী। এই রোগের প্রতিরোধ এর ক্ষেত্রে বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তবে আজ করোনা আতঙ্ক দূরে সরিয়ে রেখে রঙের উৎসবে মাতল গোটা রাজ্য বাসী । চলল আবীর খেলা, সাথে মিষ্টিমুখ। কিন্ত এই বছর ভেষজ আবির নিয়ে বেশিরভাগ মানুষ খেললেন। পাশপাশি বিশেষজ্ঞদের নির্দেশ মত স্বাস্থ্য সচেতন হয়ে আবির খেলায় মেতে ওঠেন সকলে। লেক মলের কাছে জনক রোডে দোল উত্সবে সামিল হয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আবির খেলার পাশাপাশি, চলল নাচ-গান। সবমিলিয়ে উৎসবের আবহ চারিপাশে। বসন্তের রঙ্গে রঙিন হয়ে উঠল তিলোত্তমাবাসী।
দেশের বিভিন্ন রাজ্যে ভেষজ আবির নিয়ে চলল খেলা।
সোমবার,০৯/০৩/২০২০
911
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---