গত কয়েক দিনের মতো শনিবারও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে,


শনিবার,০৭/০৩/২০২০
689

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

শুক্রবার সারাদিন আকাশের মুখভার ছিল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘুর্নাবতের জন্য এই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি বজায় থাকবে আজ সারাদিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, ।আবহবিদরা জানাচ্ছেন, কলকাতা ও দক্ষিণবঙ্গে বর্ষণ চলবে। বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও।গতকাল সন্ধ্যেবেলা থেকে বজ্রবিদ্যুত্‍ সহ ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বসন্তে এমন অকাল বর্ষণের কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাত। সেই সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত।গত কয়েক দিনের মতো শনিবারও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট