মারন ভাইরাসের হাত থেকে কিভাবে মুক্তি মিলবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা। ধীরে ধীরে যেভাবে চিনের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপি এই ভাইরাস থাবা বসাচ্ছে তাতে স্বাভাবিক ভাবে চিন্তিত দেশের চিকিৎসক মহল। চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাসের সুত্রপাত বলে মনে করছেন অনেকে। সুদুর চীন সহ বিশ্বের নানান দেশে এই ভাইরাসে আক্রান্তের খবর মিলছে প্রায় প্রতিদিন। এরই মধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১। যার ফলে স্বাভাবিক ভাবে উদ্বিগ্ন দেশের স্বাস্থ্য দপ্তর।
এছাড়া ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই ভাইরাস মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। পাশাপাশি দেশের নানান হাসপাতাল গুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় জমায়েত এড়ানোর পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।এছাড়া একদিন আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার হোলির অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি। আসন্ন রঙের উৎসবে অংশ নিচ্ছে না রাষ্ট্রপতি ভবনও। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সকলকে ভিড় এড়িয়ে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
Shining Diva Fashion 5 Pcs Combo Latest Stylish Infinity Butterfly Pearl Necklace Jewellery Set for Women Pendant Necklace Gifts for Girls (15911np)
₹299.00 (as of শনিবার,১২/০৪/২০২৫ ১৫:২৯ GMT +05:30 - More info)(Renewed) JBL C100SI Wired In Ear Headphone with Mic (Black)
Now retrieving the price.
(as of শনিবার,১২/০৪/২০২৫ ১৫:২৯ GMT +05:30 - More info)