ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ভারত সফর স্থগিত করা হয়েছে। ১ মার্চ রোববার অনিবার্য কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য স্পিকারের দিল্লি যাওয়ার কথা। ২ মার্চ সোমবার থেকে ৬ মার্চ পর্যন্ত স্পিকারের নেতৃত্বে দিল্লিতে একটি প্রতিনিধি দলের সফরসূচি নির্ধারণ করা ছিল। প্রতিনিধি দলে স্পিকার ছাড়াও চিফ হুইপ–নূর–ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহীমসহ সংসদ সদস্য ও কর্মকর্তা মিলে ১৮ জনের যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ সচিবালয়ের কিছু বাড়তি দায়িত্ব পড়ায় দিল্লি সফর স্থগিত করা হয়েছে।