পশ্চিম মেদিনীপুর:- পারিবারিক অশান্তির জেরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আত্মঘাতী এক যুবক। নাম গৌতম নন্দী। বয়স ৩২। বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ নং অঞ্চলের চকলালপুর এলাকায়। সোমবার সকালে রাধামোহনপুর স্টেশন সংলগ্ন পশং রেলগেটের কাছে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে রেল পুলিশ উপস্থিত হয়। রাধামোহনপুর বাজারে ওই ব্যাক্তির কাপড় দোকান রয়েছে। তবে আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখবে রেল পুলিশ। অপরদিকে এই গেটে সিসি টিভি লাগানোর আবেদন করেছে স্থানীয়রা। এর কারন ওই এলাকা নির্জন৷ চুরি ছিনতাই হয় এই এলাকায়। এছাড়াও অসামাজিক কাজও হয়। তাই আমরা চাই এই রেলগেটে সিসিটিভি লাগানো হোক। সিসি টিভি থাকলে কি হয়েছে তা পরিস্কার জানা যেত।
ডেবরায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আত্মঘাতী যুবক
সোমবার,০২/০৩/২০২০
734