যদিও একটি ভিডিও প্রকাশ করে তাহিরের দাবি, অঙ্কিতের খুনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। একদল লোক তাঁর বাড়ি জোর করে ঢুকে পড়ে, হামলা চালানোর জন্য ছাদে উঠে যায়। দিল্লি পুলিশ জানিয়েছে, আইবি অফিসার অঙ্কিত শর্মা খুনে নাম জড়ানোর পর থেকেই সপরিবারে বেপাত্তা তাহির হুসেন। বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও। জানা যাচ্ছে ময়নাতদন্তের জন্য অঙ্কিতের দেহ পাঠানো হয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতালে।