দিল্লীঃ গত কয়েকদিন ধরে রাজধানীর বুকে ঘটে চলা ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা দেশ। কেউ বা হারিয়েছে নিজের প্রিয়জনকে আবার কেউ বা হারিয়েছে তাঁর নিকট আন্তীয়কে। সবমিলিয়ে মৃত্যু পুরীতে পরিনত হয়েছে রাজধানী দিল্লী। হাসপাতালে শুধুই কান্নার হাহকার,এই শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না আমজনতা। ব্রিজপুরী, মুস্তাফাবাদ, চান্দবাগ প্রায় ধ্বংসস্তূপে পরিনত হয়েছে, পুড়েছে প্রায় কয়েকশো দোকান। আহত হয়েছেন বহু মানুষ। জানা যাচ্ছে বিক্ষোভকারীরা শুধু দোকানপাট নয় কোথাও কোথাও প্রাচীন লাইব্রেরীতেও অগ্নিসংযোগ করেছে। পুড়েছে বহু মুল্যবান নথি ও বই। চারদিন কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আতঙ্কে ভালো নেই মুস্তাফাবাদ। স্বস্তিতে নেই ব্রিজপুরী। অনেকেই বলছেন শুধু মানুষ পোড়েনি পুড়েছে মানবতা।
শুধু মানুষ পোড়েনি পুড়েছে মানবতা
শনিবার,২৯/০২/২০২০
359
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---