দিল্লিতে তিন দিন ধরে হিংসা চলার পর গত কাল থেকে আচমকা চাঙ্গা হতে শুরু করেছে কংগ্রেস। গত কাল দলের কর্মসমিতির বৈঠক হয়েছে। সাংবাদিক বৈঠকও করেছেন সনিয়া গাঁধী। বুধবার রাতে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলির নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে এদিন দিনভর রাজনৈতিক তরজা চরমে ওঠে।সুত্রের খবর সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুরলীধরকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে ট্যুইটে প্রিয়ঙ্কা বলেছেন, ‘মধ্যরাতে বিচারপতি মুরলীধরের বদলি বর্তমান পরিস্থিতিতে আশ্চর্যজনক নয়, বরং দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা।
মধ্যরাতে বিচারপতি মুরলীধরের বদলি বর্তমান পরিস্থিতিতে আশ্চর্যজনক নয়, বরং দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। প্রিয়াঙ্কা গান্ধী
শুক্রবার,২৮/০২/২০২০
384
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---