ফাঁকা পড়ে একের পর এক বাড়ি, দোকান, কারখানা। প্রাণ বাঁচাতে সব ছেড়েছুড়ে পালিয়েছেন এখানকার বাসিন্দারা।সোম-মঙ্গলবার টানা সংঘর্ষের পরে গত কাল থেকে উত্তর-পূর্ব দিল্লি জুড়ে পুলিশ, র্যাফ, আধাসেনার টহলদারি শুরু হয়েছে। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গা এখন কার্যত শ্মশানে পরিণত হয়েছে। দিল্লিতে হিংসায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত প্রায় ২০০। বিগত কয়েকদিনে একের পর এক বাড়ি, দোকান, গাড়ি, পেট্রল পাম্প জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গা এখন কার্যত শ্মশানে পরিণত হয়েছে।
শুক্রবার,২৮/০২/২০২০
523
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---