পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূ র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা রামনগর থানা এলাকার সাকোয়ার মোড়ে। মৃত গৃহবধূর নাম সুন্দরী সরদার স্থানীয় গগন কলিয়ার বাসিন্দা ছিলেন।
জানাযায়, এদিন সাকোয়ার মোড়ে গাড়ি ধরার জন্য দাড়িয়ে ছিল সুন্দরী সর্দার। উল্টো দিক থেকে আসা মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূর। পরে রামনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা
https://youtu.be/FFqiPi_Vn8I