সল্টলেকের পূর্ত ভবনের সিএসসি দফতরের বাইরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ


মঙ্গলবার,১৮/০২/২০২০
692

কলকাতা : সল্টলেকের পূর্ত ভবনের সিএসসি দফতরের বাইরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ। পোড়ানো হল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা।ছাত্রপরিষদের অভিযোগ, সিএসসির যে মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে যে কম মেধা সম্পন্ন ব্যক্তিদের যারা ওখানে বসে আছেন তারা বিভিন্ন প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অর্থের বিনিময়ে চাকরি দিচ্ছেন।সাধারণ ছাত্র ছাত্রীরা পাচ্ছে না।সেখানে প্রত্যেকের নামের পাশে মেধা তালিকা থাকা, একাডেমিক স্কোর আর ইন্টারভিউ মার্কস যেন পাবলিশ করা হয়।

যাতে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রশ্ন না থাকে যে তাদের মেধার সাথে খেলা করা হয়েছে ও টাকা নিয়ে আর্থিক দুর্নীতি করা হয়েছে।এটাই মূল দাবি।শিক্ষা মন্ত্রীর টনক নড়ে এবং উনি প্রশাসনকে নির্দেশ দেন যাতে সাধারণ ছাত্রছাত্রী যারা এপ্লাই করছে সিএসসি শুধু না স্কুল সার্ভিস কমিশন ,প্রাইমারি টেট প্রতিকটা পরীক্ষায় যাতে রেজাল্ট বের করা হয় সঠিক মেধার ভিত্তিতে কোনো যাতে দুর্নীতি না হয় সেই কারণে শিক্ষা মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয়।

https://youtu.be/0ly-EGWkbXA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট