আপাতত কলকাতা থেকে শীতের বিদায়


মঙ্গলবার,১৮/০২/২০২০
640

আপাতত কলকাতা থেকে শীতের বিদায় । আগামী 72 ঘণ্টা কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় ঠান্ডা না থাকলেও জেলাগুলোতে শীতের আমেজ বজায় থাকবে, কারণ জেলাগুলোর তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে থাকবে। আগামীকাল কলকাতা তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন 18 সর্বোচ্চ 30 এর কাছাকাছি থাকবে। আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টি হবে ।72 ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে।

এই বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্জা এবং 18 ও 19 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকবে। আপাতত কলকাতা থেকে শীতের বিদায়।

https://youtu.be/oPQ2bROP10Y

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট