আজ টালিগঞ্জ মূর এভিনিউ বৌদ্ধ সমিতির 70 তম প্রতিষ্ঠা বার্ষিকী


শনিবার,১৫/০২/২০২০
781

টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের এই বৌদ্ধ অনুষ্ঠানে হিন্দু মুসলিম খ্রিষ্টান সাঁওতাল জৈন শিখ ধর্মাবলম্বীর সকল মানুষের উপস্থিতিতে বুদ্ধ মন্দির প্রাঙ্গণ হয়ে উঠে মিলন ক্ষেত্র। বুদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর অরুণ জোতি ভিক্ষু মহাশয়ের আমন্ত্রণে

এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহোদয়, মাননীয়া সাংসদ শ্রীমতি মালা রায়, আতেফ আলি আল কাদেরী, ইয়াসের হায়দার, ডক্টর বোধিপাল মহাথের, আসামের করুণা শাস্ত্রী, বিনয়শ্রী মহাথের, স্বামী উত্তমানন্দ মহারাজ, এতেশামুল হক, শেখ রাজা, প্রিন্স রাজ, ইস্তিয়াক আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ পুজো অনুষ্ঠান থেকে সেকুলার ইন্ডিয়ার জন্য ভগবান বুদ্ধের নিকট বৌদ্ধ ধর্মগুরুরা প্রার্থনা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট