ভারতীয় তামিল ছবির গল্প হুবহু মিল রয়েছে প্যারাসাইটের গল্পের সঙ্গে। তামিল ছবি মিনসারা কাননা থেকে নেওয়া হয়েছে প্যারাসাইটের গল্প, এমনটাই দাবি প্রযোজক জি এল থেনাপ্পানের। তাঁর দাবি, ১৯৯৯-এ সুপারস্টার বিজয়কে নিয়ে তিনি তৈরি করেছিলেন মিনসারা কাননা ছবিটি। এ বছরের অস্কার জয়ী ছবি প্যারাসাইটের গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে তামিল ছবির গল্পের। তিনি আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠাচ্ছেন কোরিয়ান পরিচালক বন জুং হো-কে।
এবার অস্কার জয়ী প্যারাসাইট ছবি নিয়ে নয়া বিতর্ক
শনিবার,১৫/০২/২০২০
758