কত টাকা কামালো সারা ও কার্তিকের ‘LOVE AAJ KAL’ ছবি ?


শনিবার,১৫/০২/২০২০
920

প্রথম দিনেই প্রচুর পরিমাণে টাকা কামালো সারা ও কার্তিকের ‘LOVE AAJ KAL’ ছবি। গতকাল ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া কার্তিক আর্যান ও সারা আলি খানের ছবি ‘LOVE AAJ KAL’ দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে। ট্রেড রিপোর্ট অনুসারে, লাভ আজ কাল প্রথম দিনেই 12.40 কোটি টাকা উদ্বোধন করেছেন। তবে এটি প্রত্যাশিত লাইনে রয়েছে। লাভ আজ কাল পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। এটি তাঁর চলচ্চিত্র লাভ আজ কালের একটি আপগ্রেড এবং আপডেট হওয়া সংস্করণ। পুরানো লাভ আজ কালের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পডুকোন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট